Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ২৪, ২০২৪, ০৪:১৮ পিএম


খাগড়াছড়িতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জেলার সকল ইউনিটের ইনচার্জদের নিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশের এপ্রিল মাসের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এপ্রিল মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পরে খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এপ্রিল মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কাছ থেকে পুলিশ লাইন্সের আবাসন, রেশন, পরিবহণ, ডিউটি সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন সমস্যাসহ তাদের সমস্যাগুলো সমাধানের বিষয়ে সকলের ব্যক্তিগত মতামত শুনেন এবং সমস্যাগুলো সমাধানের সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন।

তিনি সকল অফিসার ও ফোর্সকে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সদাচরণ, পেশাদারিত্ব এবং আইন ও বিধি মেনে কাজ করার জন্য নির্দেশ দেন। জেলার অভ্যন্তরীণ আভিযানিক ও দাপ্তরিক বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় খাগড়াছড়ি জেলা পুলিশের ৪ জন পুলিশ অফিসারকে সার্বিক মূল্যায়নের প্রেক্ষিতে এপ্রিল মাসের জেলার শ্রেষ্ঠ হিসেবে মাসের কল্যাণ সভায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ কর্তৃক কৃতিত্বর্পূণ কাজে অবদান রাখায় ২ জন পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)

পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ সার্কেল- রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ, শ্রেষ্ঠ এসআই মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক মো. আব্দুল করিম, শ্রেষ্ঠ এএসআই মাটিরাঙ্গা থানার সহকারী পরির্দশক শাহ নেওয়াজ (পিপিএম)।

ইএইচ

Link copied!