Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পিরোজপুরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

মে ২৪, ২০২৪, ০৫:৫৯ পিএম


পিরোজপুরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি আবাসিক হোটেল থেকে এক পোশাক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীন জানান, শুক্রবার সকালে উপজেলার রিলাক্স হোটেল থেকে মো. ইদ্রিস শেখের লাশ উদ্ধার করেন তারা। নিহত ৫২ বছর বয়সী ইদ্রিস শেখ নেছারাবাদের সোহাগদল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রউফ।

নেছারাবাদ উপজেলার মিয়ারহাটে দুটি পোশাকের দোকান রয়েছে তার।

রিলাক্স হোটেলের ম্যানেজার জুয়েল বলেন, গত ২২ মে বিকালে ইদ্রিস তার হোটেলে আসেন। দুইজন থাকবেন বলে হোটেলের দ্বিতীয় তলার ৩২ নম্বর কক্ষটি ভাড়া নেন। ইদ্রিসের কাছ থেকে প্রতিদিন সন্ধ্যার দিকে ভাড়া তুলতেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যার পর জুয়েল ভাড়া নেওয়ার জন্য ইদ্রিসের রুমের দরজায় নক করেন। কিন্তু তখন ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে চলে যান।

ম্যানেজার বলেন, আমি সকালে আবার তার রুমের দরজায় নক করি। কিন্তু তখনও তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। এ সময় দরজায় জোরে ধাক্কা দিলে একটু ফাঁকা হয়ে যায়। এ সময় বাইরে থেকে ইদ্রিসের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেই।

ইদ্রিসের স্ত্রী মাহমুদা বলেন, গত ২২ মে সকালে বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তার স্বামী। তারপর দুইদিন পর্যন্ত রাতে বাসায় আসেনি।

লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে ওসি শাহীন বলেন, তদন্ত চলছে। তদন্ত ছাড়া এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাবে না।

ইএইচ

Link copied!