Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় ইয়াবাসহ গ্রেপ্তার এক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ২৪, ২০২৪, ০৬:০৯ পিএম


মাটিরাঙ্গায় ইয়াবাসহ গ্রেপ্তার এক

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে মো. আনোয়ার হোসেনকে (২৯) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাটিরাঙ্গা থানার একটি দল মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড মাটিরাঙ্গা বাজারপাড়াস্থ মাটিরাঙ্গা টু তবলছড়ি সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

আসামি মো. আনোয়ার হোসেন (২৯) মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড মিস্ত্রী পাড়া এলাকার মো. মোস্তফার ছেলে।

আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের প্রতিটি ইউনিট আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!