Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ‘ফুটবল’ প্রতীকের কর্মীকে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মে ২৪, ২০২৪, ০৬:৪৪ পিএম


আচরণবিধি লঙ্ঘনের দায়ে ‘ফুটবল’ প্রতীকের কর্মীকে জরিমানা

যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘ফুটবল’ প্রতীকের কর্মী মেহেদী হাসানকে (৪৭) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।

শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন এ জরিমানা করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন জানান, আগামী ২৯ মে অভয়নগর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেওয়ালে পোস্টার লাগানো হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে ফুটবল প্রতীকের পোস্টার দেওয়ালে লাগানোর দায়ে শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মেহেদী হাসানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সকল প্রার্থী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করবেন বলে আহ্বান জানান তিনি।

ইএইচ

Link copied!