Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ২৪, ২০২৪, ০৮:৫১ পিএম


হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ নওশাদ (১১) ও তাজবীদ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ও বিকালে উপজেলার ছিপাতলী ও পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু নওশাদ উপজেলার ছিপাতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল হামিদ সওদাগর বাড়ির মোহাম্মদ আইয়ুবের পুত্র। সে স্থানীয় একটি মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে নিহত শিশু তাজবিদ পৌরসভার ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মারাক্কা চৌধুরী বাড়ির মোহাম্মদ সুমনের পুত্র। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিন আনোয়ার।

জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার ছিপাতলী ইউনিয়নের আব্দুল হামিদ সওদাগরের বাড়ির আলমের কুম বড় পুকুরে গোসল করতে গিয়ে নওশাদ ও বিকালে বাড়ির উঠানে খেলতে গিয়ে তাজবিদ পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে নওশাদকে বেসরকারি ও তাজবিদকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ইএইচ

Link copied!