Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মধুপুরে গরুর খামারিদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ২৫, ২০২৪, ০২:১২ পিএম


মধুপুরে গরুর খামারিদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

টাঙ্গাইলের মধুপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর খামারিদের সঙ্গে গরু চুরি রোধকল্পে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমানের আয়োজনে থানা চত্বরে শনিবার সকাল ১১টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন- ওসি তদন্ত মুরাদ হোসেন, জলছত্র পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ছাত্তার, কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুল হক সরকার, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক, সাংবাদিক, পুলিশ অফিসার, পুলিশ সদস্যসহ গ্রাম পুলিশ সদস্যরা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরুর খামারিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি খামারিদেরকে খামারে লাইটিং এবং পাহারার ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। এছাড়াও যাতে খামারিদের গরু চুরি না হয় এবং কীভাবে চুরি রোধ করা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইএইচ

Link copied!