Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুরে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি রাশেদা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ২৫, ২০২৪, ০৬:৩২ পিএম


দিনাজপুরে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি রাশেদা

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলার দিনাজপুর সদর খানসামা ও চিরিরবন্দর উপজেলার প্রিজাইডিং অফিসারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে দিনাজপুর জেলা স্কুলের হলরুম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইত্তেখার আহমেদ, সিনিয়র নির্বাচন কমিশনার মো. কামরুল ইসলাম।

মতবিনিময় সভায় দিনাজপুর সদর, চিরির বন্দর ও খানসামা উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করবেন এসব প্রিজাইডিং অফিসাররা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করতে হবে। কোনোভাবেই কারো পক্ষ নেওয়া যাবে না। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, নির্বাচনি আইন মেনে আপনারা দায়িত্ব পালন করবেন। স্বচ্ছতার কারণেই সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবেন। সাংবাদিকদের  দায়িত্ব পালনে কোনোভাবে ব্যাঘাত সৃষ্টি করা যাবে না।

ইএইচ 

Link copied!