Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ভোলায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মে ২৫, ২০২৪, ০৬:৩৮ পিএম


ভোলায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা

ভোলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ তৃতীয় ধাপের নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম, মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিপিএম-সেবা উপঅধিনায়ক, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮, বরিশাল, মো. আলাউদ্দিন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরিশাল।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!