Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অভয়নগরে আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মে ২৫, ২০২৪, ০৭:১৪ পিএম


অভয়নগরে আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ

আগামী ২৯ মে যশোরের অভয়নগর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন। নির্বাচন উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এক হাজার ২শ ৭৭ জন আনসার ও ভিডিপি সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ ও ব্রিফিং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আনসার ও ভিডিপি যশোর সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাব্বত আলী মোড়ল।

এ সময় বক্তব্য দেন, অভয়নগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন নাহার, প্রশিক্ষক আনোয়ারুল ইসলাম, সায়েরা খাতুন প্রমুখ।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন নাহার জানান, প্রশিক্ষণ ও ব্রিফিং অনুষ্ঠানে এক হাজার ২শ ৭৭ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। যার মধ্যে ৮১ জন পিসি, ১৬২ জন এপিসি, ৬৯০ জন আনসার (পুরুষ), ৩২৪ জন আনসার (নারী) ও ২০ জন স্ট্রাইকিং ফোর্সের সদস্য ছিলেন।

উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা প্রস্তুত রয়েছে।

ইএইচ

Link copied!