Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইউপি সদস্যের খামার বাড়ি থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনি আটক

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ২৫, ২০২৪, ০৯:০৫ পিএম


ইউপি সদস্যের খামার বাড়ি থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনি আটক

ফেনীতে এক ইউপি সদস্যের খামার বাড়ি থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনি আটক করেছে পুলিশ।

শনিবার জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের দেবপুর এলাকা থেকে চিনিগুলো আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জেলা এনএসআই কার্যালয়ের দেয়া এক গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পশ্চিম দেবপুর ওবায়দুল মেম্বারের খামার বাড়ি যৌথ অভিযান পরিচালনা করেন এনএসআই ও ছাগলনাইয়া থানা পুলিশের বিশেষ দল।

রাতভর অভিযান শেষে সকালে ওই বাড়ি থেকে ১০ হাজার কেজি ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা।

ফেনী জেলা এনএসআই সূত্র এসব চিনি চোরাকারবারির সঙ্গে মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ওবায়দুর রহমান জড়িত থাকতে পারেন বলে দৈনিক আমার সংবাদকে জানিয়েছেন।

ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

ইএইচ

Link copied!