Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মোংলায় ৬০ যাত্রী নিয়ে নৌকাডুবি

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মে ২৬, ২০২৪, ০১:২৬ পিএম


মোংলায় ৬০ যাত্রী নিয়ে নৌকাডুবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। এরইমধ্যে বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। নৌকায় ৫০-৬০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

রোববার (২৬ মে) সকালে মোংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকাটি ডুবে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না।

তিনি বলেন, অতিরিক্ত যাত্রী তোলার জন্য এ দুর্ঘটনা ঘটেছে। সবসময় সতর্ক করা হয় তারা যেন নৌকায় ২৫ জনের বেশি যাত্রী না তোলেন। কিন্তু এটিতে ৫০-৬০ জন যাত্রী ছিল বলে শুনেছি। 

তিনি আরও জানান, এ ঘটনায় অনেককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছি। নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে।

বিআরইউ

Link copied!