Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক কারাগারে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মে ২৬, ২০২৪, ০২:৪৭ পিএম


প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক কারাগারে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভিমপুর এলাকায় প্রেমিকাকে ধর্ষণের ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার আসামিকে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতে প্রেরণ করেছেন।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, ভিমপুর গ্রামের চুন্নু মিয়ার ছেলে লিমন (২০) একই এলাকার একটি মেয়ের সাথে প্রেম করে আসছে দীর্ঘদিন। গত শুক্রবার রাতে ওই প্রেমিক লিমন প্রেমিকার ঘরে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ওই প্রেমিকার ডাকচিৎকারে লোকজন ছুটে এসে ধর্ষককে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ রাত তিনটার দিকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে শনিবার রাতে থানায় লিমনকে অজ্ঞাত আসামি করে ধর্ষণ মামলা করেন।

ওসি তদন্ত মো. মজিবর রহমান বলেন, আসামি লিমনের সাথে একই এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার রাতে ওই প্রেমিক তার প্রেমিকার ঘরে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ধর্ষণের ঘটনায় মেয়ের মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। ধর্ষণের শিকার ওই মেয়েকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল করেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

আসামিকে রোববার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!