Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ জুন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

মে ২৬, ২০২৪, ০৫:১০ পিএম


কিশোরগঞ্জে  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১ জুন

কিশোরগঞ্জের  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে আগামী শনিবার (১ জুন)। যেখানে ৫ লাখ ২১ হাজার ১০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এরই মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৯ হাজার ৮৭৫ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৬১ হাজার ১৩৫ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

রোববার (২৬ মে) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।

তিনি জানান, জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৬৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৯৩৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে মোট ৫ হাজার ৮৬৮ জন দায়িত্ব পালন করবেন। এ সময় প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!