Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

জয়পুরহাটে ৩ মাদককারবারি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

মে ২৬, ২০২৪, ০৫:১২ পিএম


জয়পুরহাটে ৩ মাদককারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের কৃষ্ণপুর থেকে মাদকসহ ৩ কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ এর চৌকস আভিযানিক দল।

শনিবার রাতে জেলার পাঁচবিবি থানাধীন কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ পিস ট্যাপেন্টাডলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রনি হাসান (৩৮), নুর আলম (২৮) ও এরশাদ হোসেন (৩৫)।

রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তারা জানান, আসামি রনি একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নুর আলম ও এরশাদের মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ইএইচ 

Link copied!