কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
মে ২৬, ২০২৪, ০৮:০৪ পিএম
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
মে ২৬, ২০২৪, ০৮:০৪ পিএম
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলার রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর বাংলাদেশ ইন্সটিটিউট অফ এডমিনেস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্টের অডিটোরিয়ামে সংগঠনটির বিভিন্ন ইউনিট থেকে প্রায় পাঁচ শাতাধিক কাউন্সিলরের অংশগ্রহণে সভাশেষে দিনব্যাপী নির্বাচনটি অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির কমিশনার নির্বাচিত হন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। সাধারণ সম্পাদক পদে স্কাউটার সৈয়দ জাহাঙ্গীর আলম (পিআরএস, এএলটি) এবং যুগ্ম সাধারণ পদে স্কাউটার মো. আব্দুল হান্নান নির্বাচিত হন।
এছাড়াও সহ-সভাপতি পদে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমেনা বেগম, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী বেগম, শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবীর,সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ জুলহাস উদ্দিন, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের গ্রপ সম্পাদক গোলাম মোস্তফা নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ পদে ড. আককাচ আলী আকাশ, উডব্যাজার গ্রুপ সভাপতি প্রতিনিধি পদে আরিফ আহমেদ, (অধ্যক্ষ, ঢাকা ইমপিরিয়াল কলেজ), মোহাম্মদ আলী চৌধুরী, উডব্যাজার (অধ্যক্ষ, বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্য কলেজ) এবং রোভার লিডার প্রতিনিধি পদে স্কাউটার রোমানা আক্তার শিরিন, পিআরএস, উডব্যাজার ও স্কাউটার মোহাম্মদ ইকবাল হোসাইন পাটোয়ারী নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর মো. আশরাফ উদ্দিন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সভাপতি এবং ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।
দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ।
ইএইচ