Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা রেখে যাওয়ার জন্য কমিশন কাজ করছে: ইসি রাশেদা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ২৬, ২০২৪, ০৮:১৮ পিএম


সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা রেখে যাওয়ার জন্য কমিশন কাজ করছে: ইসি রাশেদা

দিনাজপুরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনি ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন এবং যে কোন মূল্যেই হোক সেটি করা হবে।

সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, সব দলের অংশগ্রহণ নির্বাচন কমিশন সবসময় চায়। তবে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে সেটি তাদের দলীয় বা ব্যক্তিগত স্বাধীনতা। বর্তমানে রাজনীতির বিরোধের সমাধান করা নির্বাচন কমিশনারের হাতে নাই।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে রোববার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে প্রার্থী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভার বক্তব্যে ইসি রাশেদা সুলতানা এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, জেলা সিনিয়র নির্বাচন অফিসার কামরুল হাসান প্রমুখ।

ইএইচ

Link copied!