Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে মামলা নিষ্পত্তি বিষয়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মতবিনিময়

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ২৬, ২০২৪, ০৯:২৮ পিএম


খাগড়াছড়িতে মামলা নিষ্পত্তি বিষয়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মতবিনিময়

খাগড়াছড়িতে মামলা নিষ্পত্তি বিষয়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার শুরুতেই করোনাকালীন সময়ে যেসব পুলিশ সদস্য এবং ডাক্তাররা মৃত্যুবরণ করেন তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

রোববার দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ, মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার দীর্ঘসূত্রিতার বিষয়ে প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং কীভাবে হাসপাতাল থেকে দ্রুত চিকিৎসা সনদপত্র সংগ্রহ করা যায় এ ব্যাপারে মতামত প্রদান করেন।

কর্মশালায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সিভিল সার্জন সর্বনিম্ন সময়ের মধ্যে চিকিৎসা সনদপত্র প্রদানের ক্ষেত্রে আশাবাদ ব্যক্ত করেন এবং ডাক্তার-পুলিশ দ্রুত যোগাযোগের মাধ্যমে চিকিৎসা সনদপত্র দ্রুত প্রদান করে মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে আনার ক্ষেত্রে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর বলেন, চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়িরর সঙ্গে অন্যান্য জেলার তুলনা করলেও দেখা যায় শুধুমাত্র রিপোর্ট না পাওয়ায় আমাদের কিছু মামলা দীর্ঘদিন যাবত পেন্ডিং রয়ে গেছে। সিভিল সার্জন আমাদের আশ্বাস দিয়েছেন ছয় মাসের ঊর্ধ্বে কোন মামলার রিপোর্ট আর পেন্ডিং থাকবে না। আমরা সেই আশ্বাসকে সাধুবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে হোমওয়ার্ক করব কীভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং আমাদের কাজটি কীভাবে সহজ করা যায়। আমাদের সকল কার্যক্রম সঠিকভাবে চলমান আছে আমরা সব রিপোর্ট সময় মতো পাচ্ছি কিন্তু কিছু রিপোর্ট পেতে সামান্য বিলম্ব হচ্ছে যার কারণে মামলা মুলতবি থেকে যাচ্ছে। আশা করি সেই রিপোর্টগুলি সময়মতো পেলে আমাদের জেলার মামলাগুলো আর মুলতবি থাকবে না।

এ সময় খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো. জসীম উদ্দিন, খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলমসহ পুলিশের পদস্থ কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!