Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

পূবাইলে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

মে ২৭, ২০২৪, ১১:০৭ এএম


পূবাইলে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

গাজীপুর মহানগরীর পূবাইলে ঋণের চাপে আত্মহত্যা করেছেন মোহাম্মদ কাওছার (২৭) নামের এক যুবক।

রোববার রাতে পূবাইল থানাধীন বসুগাঁও কলেজ গেইট এলাকায় সোলেমান কাজীর ভাড়া বাসায় সন্ধ্যায় নিজ রুমে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

তিনি তার বাসায় পাটের ঝুরি (হস্তশিল্প) কাজ করতো। কাওছারের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার হরিনাকান্দি সুখাইড় বেহেলী গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী মিতু জানান,আমার স্বামী কিছু দিন পূর্বে পূবাইল কলেজ গেট চায়ের দোকান করে সংসার চালাতো বর্তমানে ২ মাস যাবত বেকার ঋণগ্রস্ত। খাবারের প্রয়োজনে আজ সন্ধ্যায় কাঁচা মালামাল বাজার করে নিয়ে আসেন এবং আমার ছেলে মিহিরের সাথে নিজ ঘরে খেলা করতে থাকেন। পরবর্তীতে নিজ শয়ন কক্ষে আমার তিন বছরের শিশু ছেলে মিহির ইসলামকে নিয়ে খেলা করা অবস্থায় রুমের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন।

আমি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পাশের রুমে পাটের তৈরি রশি দিয়ে ঝুরি তৈরি করছিলাম এমন সময় বাচ্চার কান্না শব্দ পেয়ে দরজা বন্ধ অবস্থায় জানালা দিয়ে দেখতে পাই আমার স্বামী সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আমার চিৎকার শুনে স্থানীয় লোকেরা ঘটনাস্থলে এসে তাৎক্ষণিকভাবে পূবাইল থানা পুলিশকে সংবাদ দেয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন,আপাতত লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!