Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

মে ২৭, ২০২৪, ১২:২৬ পিএম


ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেছেন।

রোববার জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের পুর ও শেখপুর গ্রামের মাঠে এমন ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি করতে আসা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী।

এ বিষয়ে পুরগ্রামের বাসিন্দা মামুনুর রশিদ বলেন, এটা চুরির ঘটনা ছাড়া অন্য কিছুই না। ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই সে মারা গেছে। এর সাথে আরো যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি।

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কালাই সাব জোনাল অফিসের ডিজিএম হামিদুল হক বলেন, একটি চক্র বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে চলেছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৈদ্যুতিক পোলের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে যাওয়া দাগ রয়েছে। ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ইএইচ

Link copied!