Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ২৭, ২০২৪, ০৩:১৬ পিএম


ভালুকায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে মো. জুনায়েদ সরকার (১২) ও তাহমিনা আক্তার (১০) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তর পাড়া গ্রামে। মৃত দুই শিশু সম্পর্কে একে অপরে চাচাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তর পাড়া গ্রামের বিল্লাল হোসেন সরকারের ছেলে বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মো. জুনায়েদ সরকার ও প্রবাসী রূপচাঁন সরকারের মেয়ে নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার ও তাহমিনার ছোটবোন তামান্না আক্তার (৮) গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়ার মাঝে বাড়ির পাশে ঝড়ে পড়া আম কুড়াতে যায়। আম কুড়ানোর পর তারা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নিঝুরী খাল সংলগ্ন সদ্য খননকৃত একটি খাদে সাঁতার কাটতে নামেন।

সাঁতার কাটতে কাটতে তারা আর খাদ থেকে উঠতে পারছিলেন না। পরে দুই ভাইবোন মিলে সবার ছোট বোন (শিশু) তামান্নাকে পানি থেকে তুলে বাড়িতে পাঠিয়ে খবর দেন। ছোট শিশু তামান্নার খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে যান এবং পানি থেকে তাদেরকে উদ্ধার করে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাবেক ইউপি সদস্য শাহজাহান খান জানান, তারা তিন ভাইবোন, ঝড়ে পড়া আম কুড়াতে যায়। পরে সদ্য খননকৃত খাদে সাঁতার কাটতে নেমে দুই ভাই বোনের মৃত্যু হয় এবং সবার ছোট্ট শিশু তামান্না বেঁচে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!