দিনাজপুর প্রতিনিধি
মে ২৭, ২০২৪, ০৬:১৪ পিএম
দিনাজপুর প্রতিনিধি
মে ২৭, ২০২৪, ০৬:১৪ পিএম
দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ- ৩ এর বিচারক সাদিয়া সুলতানা, শ্যালিকা মর্জিনা আক্তার হত্যা মামলায় দুলাভাই আব্দুল্লাহ ওরফে শুভ কে ফাঁসির আদেশ দিয়েছেন।
আজ ২৭ মে সকালে বিচারক সাদিয়া সুলতানা এই রায় ঘোষণা করেন। ফাঁসির রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, কুমিল্লা সদরের শিশপুর গ্রামের আবুল বাশারের পুত্র আব্দুল্লাহ ওরফে শুভর সাথে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ফাতেমা সানিয়ার বিয়ে হয়।
সংসারে বনি বনা না হওয়ায় তাদের মধ্যে ডিভোর্স হয়। গত ২০১৮ সালের ২৯ শে জুন আব্দুল্লাহ ওরফে শুভ ফাতেমার সাথে দেখা করতে যায়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ফাতেমাকে মারধর করে। এসময় ফাতেমার বোন মর্জিনা আক্তার এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
মর্জিনা আক্তারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় গ্রামবাসী আব্দুল্লাহ ওরফে শুভকে পুলিশের সোপর্দ করে।
এরপর থেকেই আব্দুল্লাহ ওরফে শুভ জেলখানাতেই ছিলেন। মর্জিনা আক্তার হত্যা মামলায় দীর্ঘ শুনানির পর আজ বিচারক এই রায় ঘোষণা করেন। একই সাথে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
আরএস