Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ঘূর্ণিঝড় রেমাল

নোয়াখালীতে সাড়ে তিন হাজার বাড়িঘর বিধ্বস্ত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

মে ২৭, ২০২৪, ১১:৫৭ পিএম


নোয়াখালীতে সাড়ে তিন হাজার বাড়িঘর বিধ্বস্ত

অতিপ্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে নোয়াখালীর উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম বাড়ি-ঘর। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শক্তিশালী এ ঝড়ে বিধ্বস্ত হয়েছে ৩ হাজার ৩৭৬টি ঘরবাড়ি। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৩ হাজার ৪৫০ জন মানুষ। সাগরের লোনা পানিতে ভেসে গেছে ফসলের মাঠ, ঘের-পুকুর।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান।

তিনি জানান, জেলার ৩ হাজার ৩৭৬টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন উপজেলার ২৬টি ইউনিয়ন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন উপজেলার সঙ্গে জেলা শহরের অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৩ হাজার ৪৫০ মানুষ।

তিনি আরও জানান, বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। নিঝুম দ্বীপসহ বিভিন্ন ইউনিয়নে জোয়ারে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তের তালিকা আরও বাড়তে পারে। আমরা সাতদিন পর সকল বিভাগের সমন্বয়ে একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করব।

ইএইচ

Link copied!