Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঘূর্ণিঝড় রেমাল: টিনের চালায় চাপা পড়ে বৃদ্ধ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

মে ২৮, ২০২৪, ১১:০০ এএম


ঘূর্ণিঝড় রেমাল: টিনের চালায় চাপা পড়ে বৃদ্ধ নিহত

কুষ্টিয়ার মিরপুরে টিনের চালার নিচে চাপা পড়ে বাদশা মল্লিক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু জানান, সোমবার সকালে ঘূর্ণিঝড় রেমালের দমকা হাওয়ায় দাসপাড়া এলাকার বাসিন্দা বাদশা মল্লিকের বাড়ির টিনের চালা ভেঙে পড়ার উপক্রম হয়। এ সময় বাদশা ঠেকাতে গেলে টিনের চালা ভেঙে তার ওপর পড়ে। এতে চালার নিচে চাপা পড়ে বাদশা মল্লিক নিহত হন।

এ ঘটনায় তার পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান।

ইএইচ

Link copied!