Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

উপজেলা পরিষদ নির্বাচন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার নির্দেশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ২৮, ২০২৪, ১১:২৯ এএম


ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার নির্দেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী সাবেক তিনবারের ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা এমদাদুল হক ভূঁইয়ার সমর্থকদেরকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগটি উঠেছে নান্দাইল উপজেলা চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানের সমর্থক ৪নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইঁয়ার বিরুদ্ধে।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকতার কাছে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে নান্দাইল উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রোববার নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জকে লিখিত নির্দেশ প্রদান করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী আমিনুল ইসলাম শাহানের পক্ষে চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া কর্তৃক আনারস প্রতীকের প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। রোববার দুপুর ১১টার দিকে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া আনারস প্রতীকের কর্মী বোরহান উদ্দিনকে এমদাদুল হক ভূইয়ার পক্ষে নির্বাচনি কাজ করায় জনসম্মুখে গালিগালাজ, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এছাড়াও নির্বাচনি বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় গিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য জনগণকে হুমকি দিয়ে যাচ্ছে। অন্যথায় এলাকায় বসবাস করতে দেওয়া হবে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল মেসেজ ও ফোন কলের মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগে প্রকাশ করা হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে আইনি নোটিশের সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ইএইচ

Link copied!