Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪,

ঘূর্ণিঝড় রেমাল: উদ্ধারকাজে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটারের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৮, ২০২৪, ১১:৪০ এএম


ঘূর্ণিঝড় রেমাল: উদ্ধারকাজে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটারের

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপড়ে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানিয়েছে, ঘূর্ণিঝড়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাত ১০টার দিকে সংবাদ পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। এক পর্যায়ে আকস্মিক বিদ্যুৎ চলে আসায় ফায়ার ফাইটার মো. রাসেল হোসেন (২১) বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

ফায়ারফাইটার রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে।

ইএইচ

Link copied!