Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাভারে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

মে ২৮, ২০২৪, ১২:৫০ পিএম


সাভারে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ডেইলি স্টার ও নাগরিক টেলিভিশনের সাভার প্রতিনিধি সাংবাদিক আকাশ মাহমুদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনার দিন রাতেই থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

মঙ্গলবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।

এর আগে গতকাল রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩৪) ও লক্ষ্মীপুর জেলার চন্দনগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)। তারা দুইজনই সাভারের ব্যাংক কলোনি এলাকায় বসবাস করতেন বলে জানা যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের করা হলে গতকাল রাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে তিন দিনের রিমান্ড চেয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

ইএইচ 

Link copied!