লালমনিরহাট প্রতিনিধি
মে ২৮, ২০২৪, ০২:৪৮ পিএম
লালমনিরহাট প্রতিনিধি
মে ২৮, ২০২৪, ০২:৪৮ পিএম
বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইস প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, জেলা প্রশাসন লালমনিরহাট ও ওয়েলফেয়ার সেন্টার রংপুর আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব রহমান।
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ ইনচার্জ, শ্রী যজ্ঞেশ্বর বর্মনের সভাপতিত্বে ওয়েলফেয়ার সেন্টার রংপুর কাউন্সিলর শরিফুল ইসলাম তালুতের সঞ্চালনায় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, ওয়েল ফেয়ার সেন্টার রংপুরের সহকারী পরিচালক আতাউর রহমান।
এ সময় ভার্চুয়ালভাবে যুক্ত হন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের উপসচিব গিয়াসউদ্দিন।
সম্মেলন কক্ষে আরও উপস্থিত ছিলেন, বিদেশ ফিরত অভিবাসী কর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা।
ইএইচ