Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টানা বৃষ্টিতে বড়লেখায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

মে ২৮, ২০২৪, ০২:৫৭ পিএম


টানা বৃষ্টিতে বড়লেখায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজারের বড়লেখায় টানা দুদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। অর্ধশতাধিক পুকুরে মাছ বের হয়ে গেছে, সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও বৈরি আবহাওয়া কারণে গাছপালা পড়ে পল্লী বিদ্যুতের খুঁটি ও তার ছিড়ে গেছে। এতে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি ঘোষণা দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করে।

কাঁঠালতলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এখলাছ উদ্দিন জানান, কাঁঠালতলী বাজারের পশ্চিমে পুরাতন নিকড়ি ছড়া নামে একটি খাল রয়েছে খালটি ভরাট হয়েছে। ফলে কাঁঠালতলী ডর বন্ধের কয়েক একর ফসলি জমি অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে যায় গেছে এছাড়াও কাঁঠালতলী বাজারের বেশিভাগ অংশ ডুবে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে। 

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসের এজিএম মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ঝড়ে পল্লী বিদ্যুতের ৩৯টি খুঁটি হেলে যায়, আর ৯ খুঁটিতে গাছ পড়ে ভেঙে যায় ও ৭৫টি স্পটের তার ছিড়ে যায়। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা জোনাল অফিসের অধীনে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

ইএইচ

Link copied!