Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মে ২৮, ২০২৪, ০৩:৪৯ পিএম


কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

গাজীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন যাত্রী।

মঙ্গলবার সকালে উপজেলার মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মীর আলম (৪৩)। আহত ৫ জনের পরিচয় জানা যায়নি।  

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশাটি চালকসহ ৬ জন যাত্রী নিয়ে কালিয়াকৈর উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় চাপাইর ব্রিজের কাছে পৌঁছালে একটি মালবাহী কাভার্ডভ্যান অটোরিকশার পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে। এ সময় অটোরিকশার ভেতরে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও আরও ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফ এএম নাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

ইএইচ

Link copied!