Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

সিদ্ধিরগঞ্জে খাল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মে ২৮, ২০২৪, ০৫:০১ পিএম


সিদ্ধিরগঞ্জে খাল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খাল থেকে মো. আনাস (১৪) নামের এক স্কুল পড়ুয়া ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জপুলস্থ খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহিত আনাস সিদ্ধিরগঞ্জ মিজমিজি টিসি রোড এলাকার আলহাজ্ব আলমাসের ছেলে।

নিহতের বাবা আলহাজ্ব আলমাস জানান, আনাস সিদ্ধিরগঞ্জ রেবতী মহন পাইলট স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন। গতকাল পরীক্ষা দেয়ার জন্য বাসা থেকে বের হয়ে স্কুলে যায়। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে পরীক্ষা স্থগিত করায় অন্যান্য ছাত্ররা বাসায় ফিরে এলেও আমার ছেলে বাসায় আসেনি। আত্মীয় স্বজন বাসায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। হঠাৎ আজ সকাল ১১টায় শুনতে পাই আনাসের লাশ ডিএনডি খাল থেকে উদ্ধার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত দৃষ্টিতে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে, ময়নাতদন্তে শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!