Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুরের ৩ উপজেলায় চলছে ভোট, ভোটার উপস্থিতি কম

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর প্রতিনিধি:

মে ২৯, ২০২৪, ১০:৫৬ এএম


দিনাজপুরের ৩ উপজেলায় চলছে ভোট, ভোটার উপস্থিতি কম

দেশের ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে দিনাজপুরের তিন উপজেলায় আজ বুধবার সকাল ৮ টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪ টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, তবে প্রার্থী ও তার সমর্থকরা ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করেছেন।

কেন্দ্রের বাইরে লোকজনের উপস্থিতি থাকলেও ভিতরে দৃশ্য অর্থাৎ কেন্দ্রের ভিতরে ভোটারে উপস্থিতি তেমন একটা ছিল না।

জেলার সদর, চিরিরবন্দর ও খানসামা এই তিন উপজেলাকে নিয়ে  ২’শ ৯৯ টি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৭ লাখ ৯৪ হাজার ১০৮ জন। তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন।

সুষ্ঠুভাবে নির্বাচনের লক্ষ্যে কেন্দ্র ও কেন্দ্রের বাহিরে  নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে বিজিবি, পুলিশ র‌্যাব,   আনসার কঠোরভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। 

এর আগে জেলার ১৩ উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ৭ টি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিআরইউ

Link copied!