Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

উপজেলা নির্বাচন

ত্রিশালে চলছে ভোট গ্রহণ: উপস্থিতি নগন্য

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

মে ২৯, ২০২৪, ১১:০২ এএম


ত্রিশালে চলছে ভোট গ্রহণ: উপস্থিতি নগন্য

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে। 

কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে আজ বুধবার (২৯ মে) সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন। তবে সকালে কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি একেবারেই ছিল কম।

বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়তে পারে বলে আশা করছেন, নিজ নিজ প্রার্থীর নেতাকর্মীরা। একটি পৌরসভা ও ১২ টি ইউনিয়ন নিয়ে এই নির্বাচনী এলাকায় নারী ও পুরুষ মিলে তিন লক্ষ ৮০ হাজার  তিন শত ২০  জন ভোটার রয়েছে। ১২০টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ( আনারশ) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (মোটরসাইকেল), উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুর ইসলাম জুয়েল সরকার ( কৈ মাছ), জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মাজহারুল ইসলাম জুয়েল (দোয়াত কলম) ও সাবেক এমপি‍‍’র পুত্র মরহুম আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ আনোয়ার সাদত কাপ পিরিচ প্রতীক নিয়ে লড়াই করছেন।

এছাড়াও চার প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে এবং ৩ প্রার্থী  মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ পর্যন্ত নির্বাচনী এলাকায় কোথাও কোন ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ, বিজিবি,এলিট ফোর্স র‍্যাব, গোয়েন্দা সংস্থা ডিবি সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী মাঠে নিয়োজিত রয়েছে।

বিআরইউ

Link copied!