Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নাটোরের দু’উপজেলায় চলছে ভোটগ্রহণ, হাতে গোনা ভোটার উপস্থিতি

নাটোর প্রতিনিধি:

নাটোর প্রতিনিধি:

মে ২৯, ২০২৪, ১২:১৫ পিএম


নাটোরের দু’উপজেলায়  চলছে ভোটগ্রহণ, হাতে গোনা ভোটার উপস্থিতি

কম ভোটারের উপস্থিতি নিয়ে নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় ৩য় ধাপের ভোটগ্রহণ চলছে। 
বুধবার (২৯ মে) সকাল ১০টা পর্যন্ত বড়াইগ্রাম উপজেলার ২টি ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা যায় সেখানে ভোটার উপস্থিতি হাতে গোনা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে জানান প্রিজাইডিং কর্মকর্তাবৃন্দ।

সকাল ৯টায় বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর হাই স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায় সেখানে ভোটার উপস্থিতি কম। এই ভোটকেন্দ্রে মহিলা ভোটার রেশমা বেগম জানান সকালবেলা সব বাড়িতেই কাজকাম থাকায় মহিলারা কম আসছে।
কষ্ট করে হলেও তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে আসছেন বলে জানান প্রতিবন্ধী মতিউর রহমান।
আবার সকাল সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজে গিয়ে সেখানেও ভোটার উপস্থিতি কম দেখা যায়। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ মিজানুর রহমান ভোটার উপস্থিতি কমের ব্যাপারে বলেন সকালে মহিলারা বাসা বাড়িতে ঘর গৃহস্থালির কাজ করে তাই উপস্থিতি কম।

এছাড়াও যারা জেলার বাইরে চাকরি করেন বা অনেকে গার্মেন্টসে কাজ করেন তাদের ভোটের দিন ছুটি না পাওয়ার কারণেও আর আসা যাওয়ার যে খরচ তা বিবেচনা করেও অনেকে ভোট দিতে আসেননি। তবে স্থানীয় ভোটাররা বেলা বাড়ার সাথ সাথে ভোট দিতে আসবেন বলে জানান এই প্রিজাইডিং কর্মকর্তা।

উল্লেখ্য বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর এম এইচ উচ্চ বিদ্যালয়ে সকাল ভোট গৃহীত হয়েছে ২ হাজার ৬৩ জনের মধ্যে ৫৩ টি। সকাল সাড়ে ৯টায় একই উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্রে ২ হাজার ৭১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৫৩ জন।

আর বেলা ১১টায় গুরুদাসপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে ভোট গৃহিত হয়েছে ৫.৪১%।
বড়াইগ্রাম উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০০টি ভোটকেন্দ্রে ৬৬২ ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার ২ লাখ ৪৪ হাজার ৬৩৮ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২২ হাজার ৯০ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৫৪৮ জন।  এ উপজেলায় তিন পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গুরুদাসপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৭২টি ভোটকেন্দ্র ৫০৩ ভোটকক্ষ রয়েছে। মোট ভোটার ১ লাখ ৮১ হাজার ৭৯৪ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার সংখ্যা ৯১ হাজার ১৫৪ জন এবং নারী ভোটার ৯০ হাজার ৬৩৯ জন ভোটার রয়েছে। এ উপজেলায় একজন হিজড়া ভোটার রয়েছে। এ উপজেলায় তিন পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন বলেন, নাটোরে দুই উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে মাঠে এক্সিকিউটিত ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, বুধবার এই দুই উপজেলায় ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

বিআরইউ

Link copied!