Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙ্গামাটিতে দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর সহায়তা

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি প্রতিনিধি:

মে ২৯, ২০২৪, ১২:২৮ পিএম


রাঙ্গামাটিতে দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর সহায়তা

রাঙ্গামাটিতে সেনাবাহিনী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ সহায়তা প্রদান করেছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় রাঙ্গামাটি রিজিয়নে প্রান্তিক হলের মাঠে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এ সহায়তা তুলে দেন।

এসময় তিনি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও বাঙালি পরিবারকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০৪টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ০৪ বান ঢেউ টিন, মাদ্রাসার জন্য ০৩টি ফ্যান এবং দুস্থ ব্যক্তিকে চিকিৎসায় এক লাখ ২৬হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, পার্বত্যাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যাণার্থে সেনাবাহিনী কাজ করছে। এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় মেজর তাজদিক বিন নজরুলসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!