Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দীঘিনালায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

মে ২৯, ২০২৪, ০৩:৫৩ পিএম


দীঘিনালায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা

আত্ম মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বারি বর্ষণে সৃষ্ট বন্যায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোনের ৪ই বেঙ্গল দি বেবী টাইগার্স সেনাবাহিনী।

বুধবার(২৯ মে) সকাল ১০টায় মেরুং ইউনিয়নের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক ­লে. কর্নেল মো. ওমর ফারুক (পিএসসি)।

এ সময় উপস্থিত ছিলেন, জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা, চিনি, লবণ, চা-পাতা, বিস্কুট ইত্যাদি।

বিআরইউ

Link copied!