Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ৪ উপজেলায় ভোটগ্রহণ, চলছে গণনা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ প্রতিনিধি:

মে ২৯, ২০২৪, ০৫:২২ পিএম


কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ৪ উপজেলায় ভোটগ্রহণ, চলছে গণনা

উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের ৪ উপজেলায় ভোট গ্রহণ।

বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত।এখন চলছে ভোট গণনার কাজ।

৩য় ধাপে কিশোরগঞ্জের ৪ টি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন।উপজেলা ৪ টি হলো করিমগঞ্জ,তাড়াইল,ইটনা ও মিঠামইন।নির্বাচনকে ঘিরে সবকিছু ছাপিয়ে এ ৪ টি উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করে।ভোটাররা সানন্দে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।সকালে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ করা গেছে।৪ উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ৩ টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় জোরালো পদক্ষেপ। ফলে ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে জানিয়েছেন।নির্বাচনকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে করিমগঞ্জ উপজেলায় ৮ জন চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে লড়ছেন।তারা হলেন আমজাদ হোসেন খান লাঙ্গল প্রতীক,দিলোয়ার হোসেন ভূইয়া কবুতর প্রতীক,মোজাম্মেল হক মাখন হেলিকপ্টার প্রতীক,মো:এমরান আলী ভূইয়া মোটরসাইকেল প্রতীক,মো:ফজলুর রহমান কাপ পিরিচ প্রতীক,মো:সোহাগ মিয়া টেলিফোন প্রতীক,মো:হান্নান মোল্লা আনারস প্রতীক,শফিউল আলম জনি দোয়াত কলম প্রতীক।
এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৪ জন প্রার্থী।
তারা হলেন মো:রফিকুল ইসলাম রাসেল টিউবওয়েল প্রতীক,গোলাম মোহাম্মদ সুজন টিয়াপাখি,জামাল উদ্দিন ফকির তালা প্রতীক,মো:মনজিল মাইক প্রতীক। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন।তারা হলেন আছমা আক্তার হাস প্রতীক,নিসফা সেলাই মেশিন প্রতীক, মোছাঃ দিলোয়ারা বেগম কলস প্রতীক, মোছাঃ রিনা আক্তার প্রজাপতি প্রতীক, মোসাঃ আনোয়ারা বৈদ্যুতিক পাখা প্রতীক,রেজিয়া পারভীন ফুটবল প্রতীক।

তাড়াইল উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ২ জন।তারা হলেন বর্তমান চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম ভূঞা লাঙল প্রতীক, মোঃ গিয়াস উদ্দিন (লাকী ) মোটর সাইকেল প্রতীক। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন।তারা হলেন গোলাপ মিয়া উড়োজাহাজ প্রতীক,নাজমুল হক আকন্দ টিউবওয়েল প্রতীক, মোঃ আবুল কাশেম খান চশমা প্রতীক, মোঃ দিলোয়ার হোসেন (আলো) বৈদ্যুতিক বাল্ব প্রতীক, মোঃ শাহ আলম সিদ্দিকী তালা প্রতীক, মোঃ সাইফুল ইসলাম উজ্জ্বল ভূঞা টিয়া পাখি প্রতীক, মো:সামরুজ্জামান মাইক প্রতীক।

মহিলা ভাইসচেয়ারম্যান পদে লড়ছেন ৮ জন।তারা হলেন আইতুন্নেছা প্রজাপতি প্রতীক,খাদিজা আক্তার আশা হাঁস প্রতীক, খাদিজা আক্তার লাকী ফুটবল প্রতীক,দিলোয়ারা খানম ক্যামেরা প্রতীক, নার্গিস সুলতানা সেলাই মেশিন প্রতীক, বেগম আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীক,মোছা:বিলকিস রহমান কলস প্রতীক,হুসনে আরা পদ্মফুল প্রতীক।

ইটনা উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন।তারা হলেন বর্তমান চেয়ারম্যান চৌধুরি কামরুল হাসান কাপ-পিরিচ প্রতীক,মোহাম্মদ আবুল কাউছার খান মিলকী মোটর সাইকেল প্রতীক, মোঃ খলিলুর রহমান আনারস প্রতীক, মোঃ ফজলুর রহমান ঘোড়া প্রতীক, মোঃ ফেরদৌস ঠাকুর টেলিফোন প্রতীক।

ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন।তারা হলেন অরুন কুমার ঘোষ টিয়া পাখি প্রতীক,আল ইমরান চশমা প্রতীক,মোর্শেদ খন্দকার টিউবওয়েল প্রতীক,মোঃ শওকত হোসেন মীর উড়োজাহাজ প্রতীক, মোঃ সাখাওয়াত হোসেন মাইক প্রতীক, মোঃ সিব্বির মাহমুদ তালা প্রতীক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন।তারা হলেন মোছা. মাহমুদা আক্তার (রানা) হাঁস প্রতীক, মোছা. রোজি কলস প্রতীক, হাজেরা ফুটবল প্রতীক।

মিঠামইন উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন।তারা হলেন বর্তমান চেয়ারম্যান আছিয়া আলম মোটর সাইকেল প্রতীক,বোরহান উদ্দিন চৌধুরী আনারস প্রতীক, মোঃ শাহজাহান মিয়া ঘোড়া প্রতীক।
এ উপজেলায় ভাইসচেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন।তারা হলেন মোঃ ইব্রাহিম মিয়া মাইক প্রতীক,মোঃ ইসলাম উদ্দিন উড়োজাহাজ প্রতীক, শেখ সাফিউর রহমান সাফির তালা প্রতীক।
মহিলা ভাইসচেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন।তারা হলেন ফেরদৌসী হক (রীপা) বৈদ্যুতিক পাখা প্রতীক, মোছাঃ জলি চৌধুরী ফুটবল প্রতীক, মোছাঃ মাহবুবা রহমান প্রজাপতি প্রতীক, মোছাঃ হেলেনা আলম হাঁস প্রতীক,রোকেয়া আক্তার কলস প্রতীক।
জেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম জানান,‍‍`৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।

তিনি আরো জানান,উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় জোরালো প্রস্তুতি। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন ছিল। এছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা  আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল।

উল্লেখ্য,করিমগঞ্জ উপজেলায় মোট ভোটার করিমগঞ্জ মোট ভোটার ২ লক্ষ ৭২ হাজার ৯৪৬ জন।এর মধ্যে মোট পুরুষ ভোটার ১ লক্ষ ৪০ হাজার ১৫১ জন।
মোট মহিলা ভোটার ১ লক্ষ ৩২ হাজার ৭৯৪ জন।হিজরা ভোটার রয়েছে ১ জন। মোট ভোট কেন্দ্র ৯৯ টি।

তাড়াইল উপজেলার মোট ভোটার ১ লক্ষ ৪৬ হাজার ৯৭৭ জন।এর মধ্যে মোট পুরুষ ভোটার ৭৫ হাজার ৯৬৩ জন।মোট মহিলা ভোটার ৭১ হাজার ১২ জন।হিজরা ভোটার রয়েছে ২ জন।মোট ভোট কেন্দ্র ৫৬ টি।

ইটনা উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৪৬ হাজার ৫০১ জন।মোট পুরুষ ভোটার ৭৫ হাজার ২২৪ জন।মোট মহিলা ভোটার ৭১ হাজার ২৭৭ জন। মোট ভোট কেন্দ্র ৫৭ টি।

মিঠামইন উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৫ হাজার ৫৫৬ জন।এর মধ্যে মোট পুরুষ ভোটার ৫৪ হাজার ৩৭১ জন।মোট মহিলা ভোটার ৫১ হাজার ১৮৫ জন।মোট ভোট কেন্দ্র ৪২ টি।

বিআরইউ

Link copied!