Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ফলাফল ঘোষণায় বিলম্ব: মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ১২:০৯ এএম


ফলাফল ঘোষণায় বিলম্ব: মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণায় বিলম্ব হওয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুদেব সাহার কর্মী-সমর্থকরা। এ সময় উপজেলা পরিষদ চত্বরসহ মহাসড়কের পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা উপজেলা পরিষদের সামনের মহাসড়ক অবরোধ করে। 

চেয়ারম্যান প্রার্থী সুদেব কুমার সাহা অভিযোগ করে জানান, ভোটে মোটরসাইকেল প্রতীক নিয়ে এগিয়ে থাকলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে হঠাৎ ভোটের ফলাফল বিলম্ব ঘোষণা করা হয়। এখানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আপন ফুফাতো ভাই কাপ পিরিচের প্রার্থী ইসরাফিল হোসেনের পক্ষে ফলাফল ঘোষণার পায়তারা চলছে।

ইএইচ

Link copied!