হবিগঞ্জ প্রতিনিধি:
মে ৩০, ২০২৪, ০৯:৪৫ এএম
হবিগঞ্জ প্রতিনিধি:
মে ৩০, ২০২৪, ০৯:৪৫ এএম
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
এদিকে ভোটগ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করা শুরু হয়। হবিগঞ্জ সদরে ২য়,বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী নেতা মোতাচ্ছিরুল ইসলাম তিনি আনারস মার্কায় ৩৬৪১৯, প্রতিদ্ধন্দি মো. মশিউর রহমান শামীম আরেক আওয়ামী নেতা তিনি কাপ-পিরিচ মার্কায় ৩৩৭১৫ ভোট পেয়েছেন।
৩য় বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত সৈয়দা শরীফা আক্তার কুমকুম, রাত সাড়ে এগারো টার বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটারিংঅফিসার জান্নাত জাহান।
এদিকে হবিগঞ্জের লাখাই উপজেলায় ৩য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী নেতা অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।
শায়েস্তাগঞ্জ উপজেলায় ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী নেতা আব্দুর রশিদ তালুকদার ইকবাল, কোন বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন সুষ্ঠু হয়েছে।
তবে, আইন শৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে, সাংবাদিক মোবাইল ক্যামেরা নিয়ে সেন্টারে ঢুকতে পদে-পদে বাঁধার সম্মুখীন হতে হয়েছে পুলিশ ও আনসার বাহিনী কর্তৃক। এবিষয় গুলো ঊর্ধ্বতন মহলের দৃষ্টিতে রাখা প্রয়োজন মনে করেন সাংবাদিকবৃন্দ।
বিআেইউ