Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

করিমগঞ্জে মাখন, তাড়াইলে শাহিন, ইটনায় কামরুল ও মিঠামইনে আছিয়া বিজয়ী

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ১২:৪৬ পিএম


করিমগঞ্জে মাখন, তাড়াইলে শাহিন, ইটনায় কামরুল ও মিঠামইনে আছিয়া বিজয়ী

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বুধবার। ৩য় ধাপে কিশোরগঞ্জের ৪টি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। নির্বাচন হওয়া উপজেলা ৪টি হলো করিমগঞ্জ, তাড়াইল, ইটনা ও মিঠামইন।

নির্বাচনকে ঘিরে সবকিছু ছাপিয়ে এ ৪টি উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করে। ভোটাররা সানন্দে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকালে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ করা গেছে। ৪ উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ৪টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় জোরালো পদক্ষেপ। ফলে ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে জানিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে করিমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক খান মাখন। তিনি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন পেয়েছেন ২৭ হাজার ৯২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শফিউল আলম জনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৫৪৮ ভোট।

তাড়াইল উপজেলায় বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম ভূইয়া শাহিন। তিনি পেয়েছেন ৩৯ হাজার ৯০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪৫২ ভোট।

ইটনা উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান। তিনি কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট আবুল কাউছার খান মিলকী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮০০ ভোট।

মিঠামইন উপজেলায় টানা ২য় বারের মতো চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন হাওরকন্যা খ্যাত বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫৬৪ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ জানান, ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।

তিনি আরও জানান, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় জোরালো প্রস্তুতি। র্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন ছিল। এছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে করিমগঞ্জ উপজেলায় ভোট কাস্টিং হয়েছে ৪১ শতাংশ, তাড়াইল উপজেলায় ভোট কাস্টিং হয়েছে ৪৯ শতাংশ, ইটনা উপজেলায় ভোট কাস্টিং হয়েছে ৪৬ শতাংশ ও মিঠামইন উপজেলায় ভোট কাস্টিং হয়েছে ৩৯ শতাংশ।

ইএইচ

Link copied!