Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

লৌহজংয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মো. রমজান হোসাইন খান রাইয়ান

মো. রমজান হোসাইন খান রাইয়ান

মে ৩০, ২০২৪, ০১:১৫ পিএম


লৌহজংয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজার ব্রিজ সংলগ্ন খাঁন মার্কেটের নীচ তলায় জাতীয় দৈনিক আমার সংবাদ (সাহসিকতার ১যুগ) পূর্তি উপলক্ষ্যে কেক কাটার মাধ্যমে উদ্‌যাপন করা হয়েছে।

কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো.কায়েসুর রহমান। এসময় তিনি বলেন  যুগ যুগ ধরে বেঁচে থাকুক আমার সংবাদ এবং পরিবেশন করুক বস্তুনিষ্ঠ সংবাদ।

এই সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা প‌‌রিষদের সদস্য আক্তার হোসেন খাঁন লাবু, আমার সংবাদ পত্রিকার লৌহজং প্রতিনিধি মো. রমজান হোসাইন খান রাইয়ান, নিউজ বায়ান্ন২৪ জেলা প্রতিনিধি ও মুন্সীগঞ্জের খবর পত্রিকার লৌহজং প্রতিনিধি আসাদউজ্জামান, স্বাধীন বাংলার উপজেলা প্রতিনিধি পিংকি রহমান, দৈনিক ডেসটিনি পত্রিকার লৌহজং প্রতিনিধি মোশারফ হোসেন বাবু ও দৈনিক বাংলাদেশ সমাচার স্টাফ রিপোর্টার কাওসার শেখ প্রমুখ।

এসময় উপস্থিতি সকলে দৈনিক আমার সংবাদ পত্রিকার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। সকল গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

বিআরইউ

Link copied!