Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা

দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি

দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০১:৪৯ পিএম


ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৫২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১০টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম বলেন, নবাবগঞ্জ উপজেলার ৩৩৭টি কেন্দ্রে আগামী ৩০ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ৪টি ভ্রাম্যমাণ টিম উপজেলার বিভিন্ন স্থানে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমে অংশ নিবে।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা সামছুল আলম খান, ডা. মেজবাহ উদ্দিন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!