Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে দক্ষতা উন্নয়নে ১৭ ব্যাচের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০২:২০ পিএম


খাগড়াছড়িতে দক্ষতা উন্নয়নে ১৭ ব্যাচের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ

বাংলাদেশ পুলিশ বাহিনীর দক্ষতা উন্নয়ন কোর্স প্রফেশনালিজম বাড়ানো, সেবা মান উন্নত করা, এবং সামাজিক বিশ্বাস ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক ১৭তম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে সপ্তাহব্যাপী বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ১৭তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

খাগড়াছড়ি জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী ১৭তম ব্যাচের এক সপ্তাহ মেয়াদী ‘দক্ষতা উন্নয়ন কোর্সে অংশগ্রহণ করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) প্রশিক্ষণে উত্তীর্ণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পায়। দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করে। এক সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণ পুলিশের বাস্তব কর্মজীবনের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা পুলিশ সদস্যদের আরো দক্ষ ও স্মার্ট করে তুলবে। দক্ষতা উন্নয়ন কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান পেশাগত দায়িত্ব পালনে মানব সেবায় প্রতিফলন ঘটাতে হবে।

উপস্থিত প্রশিক্ষণার্থীরা কোর্স সম্পর্কে তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, এই কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান, শারীরিক সক্ষমতা, দক্ষতা, পুলিশ বাহিনীর শৃঙ্খলা ইত্যাদি বাস্তব জীবনে কর্মক্ষেত্রে জনগণের সেবার মাধ্যমে ফুটিয়ে তুলতে আমাদের সহায়ক হবে। এই কোর্সটি অত্যন্ত সময় উপযোগী।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) সপ্তাহব্যাপী প্রশিক্ষণে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী পুলিশ সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

ইএইচ

Link copied!