Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পিরোজপুরে দৈনিক আমার সংবাদের ১ যুগপূর্তি উদযাপন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৩:১৬ পিএম


পিরোজপুরে দৈনিক আমার সংবাদের ১ যুগপূর্তি উদযাপন

পিরোজপুরে দৈনিক আমার সংবাদের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কেটে জন্মদিন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পিরোজপুর চেম্বার অফ কমার্স মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আমার সংবাদের পিরোজপুর জেলা প্রতিনিধি এস এম আবু জাফর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- দৈনিক আমাদের সময়ের পিরোজপুর জেলা প্রতিনিধি ও উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালিদ আবু।

তিনি বলেন, ১২ বছরে পত্রিকাটি অনেক দূর এগিয়েছে আগামীতে আরও ভালো ভালো সংবাদ পত্রিকাটি আমাদের উপহার দেবে এটা আমাদের প্রত্যাশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল বিল্লাহ কাজল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি গাজী এনামুল হক লিটন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম- নুর ও কাউখালী উপজেলা আমার সংবাদের প্রতিনিধি নজরুল ইসলাম সবুজ, ইন্দুরকানি উপজেলা প্রতিনিধি, মো. শামীম, নাজিরপুর উপজেলার প্রতিনিধি সঞ্জীব কুমার রায় প্রমুখ।

ইএইচ

Link copied!