Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কালীগঞ্জে টর্নেডো: ঘরবাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠান লন্ডভন্ড

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি:

মে ৩০, ২০২৪, ০৩:৩৫ পিএম


কালীগঞ্জে টর্নেডো: ঘরবাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠান লন্ডভন্ড

লালমনিহাটের কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে লন্ডভন্ড হয়েছে কয়েকটি গ্রাম। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়িসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতির পাশাপাশি উড়ে গেছে স্থাপনা।

এতে প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। উপড়ে গেছে কয়েকশ গাছ। এছাড়া ঝোড়ো বাতাসে আম, লিচু, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। এতে কিছু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই প্রবল বেগে ঝড়ের কারণে উপজেলায় বিদ্যুৎ বন্ধ রয়েছে। ‌এতে ব্যবসা বাণিজ্যসহ নিম্ন আয়ের অটোচালকরা পড়েছেন বিপাকে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে কালীগঞ্জ উপজেলার উপর দিয়ে এই ঝড় বয়ে যায়।

জানা গেছে, হঠাৎ ঝড়ের ছোবলের কবলে পড়ে সীমান্তবর্তী কালীগঞ্জ উপজেলা। কয়েক মিনিটের এ ঝড়ে লন্ডভন্ড হয়েছে প্রায় শতাধিক বাড়ি ঘর ও গাছপালা।

স্থানীয়রা জানান, রাতে বাতাসসহ মৃদু আকারে বৃষ্টি হয়। আজ সকালে ঘূর্ণিঝড় তাণ্ডব চালায়। মুহূর্তে বাতাসে উড়ে যায় প্রায় এক থেকে দেড় শতাধিক বসত বাড়ির ঘরের ছাউনি। গাছপালা উপড়ে পড়ে দুমমুচড়ে গেছে ঘরবাড়ি।পুরো উপজেলায় ঘূর্ণিঝড় আঘাত করলেও সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাকিনা ইউনিয়নের গোপাল রায় গ্রাম। ঘরবাড়ির সাথে এ ঘুর্ণিঝড়ে ভুট্টা ও পাটসহ সবজি ক্ষেতের অভাবনীয় ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকদের। বাতাসে পাট গাছ হেলে মাটির সাথে মিশে গেছে। হেলে পড়া পাটক্ষেতের উৎপাদন অনেক কমে যাওয়ার শ্বঙ্কা করছেন চাষিরা।

কাকিনা ইউনিয়নের গোপাল রায় গ্রামের সিরাজুল জানান, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়।এর কিছুক্ষণে পরেই শুরু হলো ঘূর্ণিঝড়। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে গ্রামের বেশ কিছু ঘরবাড়ি। এতে পুরো বাড়িটি আমার ভেঙে গেছে। আমি এই ঘর ঠিক করব কীভাবে। সরকারের সহযোগিতা ছাড়া কোনো উপায় নেই।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে থাকা কাকিনা ইউপি চেয়ারম্যান আলহাজ তাহির তাহু জানান, ঝড়ে বেশ কিছু ঘরবাড়ি নষ্ট হয়েছে। ওয়ার্ড সদস্যদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ঝড়ের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানানো হয়েছে। তবে হতাহতের কোন খবর নেই বলেও জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম জানান, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কার্যক্রম চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে তালিকা মোতাবেক অর্থ ও মানবিক সাহায্য প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরইউ

Link copied!