Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলের তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৩:৪৮ পিএম


টাঙ্গাইলের তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্ব স্ব উপজেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলেও প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম ছিল। ফলাফলে দেখা যায়- তিন উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা গড় হার ২৮.০১ শতাংশ।

টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা দোয়াত কলম প্রতীকে ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ইসতিয়াক আহম্মেদ রাজিব উড়োজাহাজ প্রতীকে ৫০ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহম্মদ সোহেল রানা গ্যাস সিলিন্ডার প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৮৭ ভোট।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঊষা আক্তার প্রজাপতি প্রতীকে ৭৮ হাজার ৬২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পপি গুহ পদ্মফুল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১৭৬ ভোট। এ উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার ২৭.৪৬ শতাংশ।

দেলদুয়ার উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ কাপ পিরিচ প্রতীকে ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলি সাদিক টেলিফোন প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯৫৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. মশিউর রহমান তালা প্রতীকে ২১ হাজার ৮৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এসএম এহসানুল হক সুমন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৩৫৫ ভোট।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাহিদা সুলতানা পলি পদ্মফুল প্রতীকে ৩২ হাজার ৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিসেস ফিরোজা বেগম কলস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪৬ ভোট। এ উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার ৩৪.৩১ শতাংশ।

নাগরপুর উপজেলায় সাবেক এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেনের ছেলে কেএম সালমান শামস জিৎ আনারস প্রতীকে ৩৫ হাজার ৭৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান আব্দুছ ছামাদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. ফারুক হোসেন তালা প্রতীকে ১০ হাজার ৮৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ঠান্ডু মিয়া টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৩৯৯ ভোট।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে জরিনা বেগম প্রজাপতি প্রতীকে ১৭ হাজার ৩২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুন্নাহার ফুটবল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৪০৭ ভোট। এ উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার ২২.২৬ শতাংশ।

এর আগে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। তিন উপজেলার নির্বাচনে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী, ১৯ জন ভাইস চেয়ারম্যান ও ১০ জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তিন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্ল্যাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

ইএইচ

Link copied!