Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দিরাইয়ে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৫:৪৮ পিএম


দিরাইয়ে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাহিসিকতার এক যুগে সুনামগঞ্জের দিরাইয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের হল রুমে দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সৈদূর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা সমবায় অফিসার হিরিনময় রায়, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সদস্য তোফায়েল আহমেদ, আবু হানিফ চৌধুরী, উবাইদুল হক মো. গোলাম জিলানী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতোমধ্যে দৈনিক আমার সংবাদ পত্রিকা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনেক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। এই পত্রিকার উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করছি।

এর আগে পত্রিকার এক যুগ পদার্পণ উপলক্ষ্যে র‌্যালি করে আলোচনা সভা ও কেক কাটেন অতিথিরা।

ইএইচ

Link copied!