Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫,

কোটালীপাড়ায় নবনির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৫:৫৪ পিএম


কোটালীপাড়ায় নবনির্বাচিত উপজেলা পরিষদের প্রথম সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ইউপি চেয়ারম্যানদের সঙ্গে প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদের আয়োজনে কোটালীপাড়া উপজেলার লাল শাপলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্ব উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুর রহমান, মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, কৃষি কর্মকর্তা দোলন রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, কান্দি ইউপি চেয়ারম্যান তুষার মধু, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন হালদারসহ অনেকে।

এর আগে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস কোটালীপাড়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ও নবাগত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ইএইচ

Link copied!