Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৬:০৫ পিএম


কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল আটক করে ধ্বংস করেছে রাঙামাটি মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি সদর উপজেলা মৎস্য অফিস উদ্যোগে রাঙামাটির সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ও জীপতলীর বিভিন্ন এলাকার কাপ্তাই হ্রদে অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য অধিদপ্তরে বিভাগে রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ, সদর উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সরকারি মিথুন দেওয়ান নৌ পুলিশের সদস্যসহ বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে কাপ্তাই হ্রদে অবৈধ মাছ শিকারের জন্য পেতে রাখা ১০ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ করে আগুনে পুরিয়ে ফেলা হয়।

এদিকে বিএফডিসি কর্তৃপক্ষ রাঙামাটির সুখ নীলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টেংরা মাছ জব্দ করেছে পরে তা নিলামে বিক্রি করা হয়।

ইএইচ

Link copied!