Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সুন্দরগঞ্জে দৈনিক আমার সংবাদের যুগ পদার্পণ উদযাপন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৬:২০ পিএম


সুন্দরগঞ্জে দৈনিক আমার সংবাদের যুগ পদার্পণ উদযাপন

গাইবান্ধার সুন্দরগঞ্জে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সুন্দরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। আমার সংবাদ পত্রিকাটির উপজেলা প্রতিনিধি এ আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম পিপিএম।

দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি কবি ও সাংবাদিক সাইফুল আকন্দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহজাহান মিঞা, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম অবুঝ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল আকন্দ প্রমুখ।

কবিতা পাঠ করেন মো. সহিদুল ইসলাম, শাকিল সাঈদসহ আরও অনেকে।

এ সময় অতিথিরা দৈনিক আমার সংবাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে কেক কাটেন।

ইএইচ

Link copied!