Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নির্বাচনে জয়ী হয়ে ভোটারদের সঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যানের কুশল বিনিময়

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৭:৫৪ পিএম


নির্বাচনে জয়ী হয়ে ভোটারদের সঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যানের কুশল বিনিময়

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন ইব্রাহিম খলিল নয়ন। তিনি বুধবার অনুষ্ঠিত ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বৃহস্পতিবার পৌরসভার বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। তার এমন আগমনে এলাকার ভোটাররা খুশি। পরে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এছাড়াও তিনি রাজনীতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে দেখা করে কুশল বিনিময় করেছেন।

এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মো. ইব্রাহীম খলিল (নয়ন) ৫৩ হাজার ৫১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তালা প্রতীকের প্রার্থী মো. হুমায়ুন কবির আকন্দ পেয়েছেন ৪৪ হাজার ৭৬৯ ভোট।

এছাড়া চশমা প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ সারোয়ার আলম পেয়েছেন ৩৩ হাজার ৯০০ ভোট এবং উড়োজাহাজ প্রতীকের প্রার্থী প্রীতিময় মোদক পেয়েছেন ৩ হাজার ৩৪২ ভোট।

ইএইচ

Link copied!